শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে ফিরেছেন সাকিব আল হাসান।
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাঁধে ব্যথা পেয়েছিলেন তাসকিন। তখন বোলিং করে গেলেও পরবর্তীতে মাঠের বাইরে চলে যেতে হয় এই পেসারকে। তার বলে দলে ডাক পেয়েছেন রেজাউর রহমান। এর আগে একবার ডাক পেলেও মাঠে নামা হয়নি এই পেসারের।
এদিকে ফিটনেস টেস্টের জন্য এখনও আটকে আছে শরিফুল ইসলামের টেস্ট খেলা। সেখানে পাশ করতে পারলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দেখা যাবে তাকে।
একনজরে বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
আরইউ