ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে শঙ্কায় মিরাজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
চট্টগ্রাম টেস্টে শঙ্কায় মিরাজ

আঙুলে চোট ধরা পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন চট্টগ্রাম টেস্ট নিয়ে শঙ্কায় পড়েছেন মেহেদি হাসান মিরাজ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্যাচ ধরতে চোট পান এই স্পিনার।

এক্সরে করে তার আঙুলে চিড় ধরা পড়েছে।

আগামী ১৫ মে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে খেলবে দুদল। তবে  আপাতত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই অল-রাউন্ডার।

রোববার বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের ইনিংসের ১৮তম ওভারে চোট পান শেখ জামালের মিরাজ। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে ছক্কা মারার চেষ্টা করেছিলেন প্রাইম ব্যাংকের তামিম ইকবাল। টাইমিং গড়বড় হয়ে সেই বল যায় মিড উইকেটে থাকা মিরাজের কাছে। সহজ ক্যাচটি ধরতে গিয়ে আঙুলে প্রচণ্ড চোট পান মিরাজ। এরপর তিনি আঙুল চেপে ধরে মাঠ ছাড়েন।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, হাসপাতালে গিয়ে এক্সরে করার পর মিরাজের ডান হতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। যাকে মেডিক্যালের ভাষায় বলে 'অ্যাভালশ ফ্র্যাকচার'। নড়ে যাওয়া হাড় সঠিক জায়গায় বসানো হয়েছে। এরপর মিরাজকে আপাতত দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। দুই সপ্তাহ পর আঙুলের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সব মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে চোট জর্জর বাংলাদশ দল।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।