ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

হঠাৎ চট্টগ্রাম টেস্টের দলে মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
হঠাৎ চট্টগ্রাম টেস্টের দলে মোসাদ্দেক

ইনজুরি আক্রান্ত মেহেদি হাসান মিরাজের বদলি হিসেবে শ্রীলঙ্কা দলের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে অফ স্পিনার নাঈম হাসানকে ডাকা হয়েছিল। এবার বাড়তি ক্রিকেটার হিসেবে চট্টগ্রাম টেস্টের দলে ডাক পেলেন আরেক অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

সুযোগ পেলেও মোসাদ্দেক বা নাঈমের মাঝে একজনকে খেলানো হবে। আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাংবাদিকদের বলেন, 'একজন অল-রাউন্ডার নিলাম। যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। '

জাতীয় দলে অনিয়মিত মোসাদ্দেক ২০১৯ সালের সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন। তবে ঢাকা প্রিমিয়ার লিগে অবশ্য ব্যাটে–বলে ধারাবাহিক ছিলেন ২৬ বছর বয়সী অল-রাউন্ডার।  ১৫ ইনিংসে ৪৭ গড়ে ৬৫৮ রানের পাশাপাশি নিয়েছেন ১৬ উইকেট। ১৫ মে থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট।  ২৩ মে দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুর শেরেবাংলায়।  

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।