ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মে ৪, ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। রঙিন জার্সিতে অভিষেকের পর এবার সাদা পোশাকের দলেও জায়গা করে নিয়েছেন মাইকেল ব্রেসেওয়েল।

এছাড়া চোট কাটিয় দলে ফিরেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডে ব্রেসওয়েল ছাড়াও অভিষেকের অপেক্ষায় আছেন ব্যাটার ক্যামেরন ফ্লেচার এবং দুই পেসার ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি। দলে আবার জায়গা করে নিয়েছেন গত নভেম্বরে ভারতের মাটিতে ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া স্পিনার এজাজ প্যাটেল।  

একনজরে নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়্যাগনার, উইল ইয়াং।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ০৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।