ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে মোসাদ্দেকের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১১, ২০২২
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে মোসাদ্দেকের

টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে শুধু মোসাদ্দেক হোসেনই ছিলেন প্রস্তুতি ম্যাচের দলে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের ম্যাচটি অবশ্য ভেসে গেছে বৃষ্টিতে।

খেলা হয়েছে মাত্র ১৮ ওভার ২ বল। যার পুরোটাতেই ব্যাটিং করেছে লঙ্কানরা।

স্বাভাবিকভাবেই তাই নিজেকে প্রমাণের সুযোগ পাননি মোসাদ্দেক। আগের দিনই নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছিলেন, প্রমাণের বড় মঞ্চ এই ম্যাচটি। নিজেকে তাই দুর্ভাগাই মনে হচ্ছে মোসাদ্দেকের।  

বিকেএসপিতে তিনি বলেছেন, ‘অবশ্যই, এটা দুর্ভাগ্যজনক। বৃষ্টির ওপর আসলে কারও কোনো হাত নেই। খেলতে পারলে খুব ভালো হতো, লাল বলে একটা অনুশীলনও হতো। সেক্ষেত্রে অবশ্যই একটু দুর্ভাগা বলবো। ’ 

চট্টগ্রাম টেস্টের একাদশে মোসাদ্দেকের থাকার সম্ভাবনা অনেক। ইনজুরির কারণে আগেই ছিটকে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, করোনা পজিটিভ হওয়ায় নেই সাকিব আল হাসানও। এই দুই অলরাউন্ডারের যেকোনো একজনের জায়গায় দেখা যেতে পারে মোসাদ্দেককে। ম্যাচের জন্য পরিকল্পনাও সাজিয়ে রেখেছেন তিনি।  

এই অলরাউন্ডার বলেছেন, ‘যখন জানতে পেরেছি যে আমি স্কোয়াডে আছি তখন থেকেই টুকটাক একটু শুনছিলাম যে হয়তো একটা খেলার সম্ভাবনা আছে। তো ওই সময় থেকেই একটা পরিকল্পনা তো নিজের মধ্যে কাজ করছিল যে কীভাবে খেলবো বা আমার কী কী ভূমিকা আসতে পারে বা আমি কীভাবে দলে অবদান রাখবো। অবশ্যই সেটার একটা পরিকল্পনা আছে। ’ 

সাকিব আল হাসানের না থাকা প্রসঙ্গে মোসাদ্দেক বলেছেন, ‘এটা আপনি কখনই এভাবে বলতে পারবেন না যে সবসময় আপনি সেরা দলটাই পাবেন। আসলে যেভাবে আছে সেটাই আপনাকে মানিয়ে নিয়ে খেলতে হবে। সাকিব ভাইয়ের ইস্যুটা দুর্ভাগ্যজনক ছিল, এটা কারও হাতেই নাই। তাই এখন যেভাবে আছে দলটা এটার মধ্যেই চেষ্টা করবো যেন আমাদের সর্বোচ্চটা খেলতে পারি মাঠে। ’

বাংলাদেশ সময় : ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।