ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

দ. আফ্রিকায় ব্যাটিং ব্যর্থতা ‘আলোর অভাবে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
দ. আফ্রিকায় ব্যাটিং ব্যর্থতা ‘আলোর অভাবে’

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গনুই টেস্টে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। যেকোনো ফরম্যাট মিলিয়েই কিউইদের হারিয়েছিল প্রথমবারের মতো।

এরপর দক্ষিণ আফ্রিকা গিয়েও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। টাইগারদের নিয়ে প্রত্যাশার পাল্লাটাও তাই ভারি ছিল অনেক।  

কিন্তু টেস্ট সিরিজ আসতেই বিবর্ণ হয়ে যায় মুমিনুল হকের দলের পারফরম্যান্স। চার ইনিংসে দুই বার অলআউট হয় ১০০ রানের নিচে। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, ভালো আলোর অভাবেই নাকি প্রোটিয়াদের মাটিতে ব্যাটিংয়ে ভরাডুবি।

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘জেমি যেমন বলেছে, দক্ষিণ আফ্রিকাতে বেশ কিছু ভালো ব্যাপার হয়েছে। শেষ দুই ইনিংস খুব ভালো ছিল না। কিন্তু ছেলেরা ব্যাটিংয়ের জন্য প্রতিবারই কঠিন কন্ডিশন পাচ্ছিল। দিনের শেষ কয়েক ওভার যখন আলো ভালো ছিল না। ’

‘দক্ষিণ আফ্রিকার দারুণ স্পিন আক্রমণ ছিল যারা অনুকূল কন্ডিশনে ভালো বল করেছে। আমার মনে হয় না এটা এই সিরিজে কোনো ভার বহন করবে। এক মাস হয়ে গেছে এটা শেষ হলো। আমরা এটা থেকে বেরিয়ে এসেছি। ’

টেস্ট ম্যাচ জিততে প্রতিপক্ষ দলকে অলআউট করাটা জরুরি। দক্ষিণ আফ্রিকায় চার ইনিংসের তিনটিতেই সেটি করতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। যেটা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার ২০ উইকেট নিতে পারার বিশ্বাস আছে ডমিঙ্গোর।

তিনি বলেছেন, ‘আমি আজ সকালে বোলারদের বলেছি আমরা দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টে ৩৬ উইকেট নিয়েছি। আমার মনে হয় না এর আগে কোনো সিরিজে বাংলাদেশ এমনটা করতে পেরেছে। আমরা আত্মবিশ্বাসী যে ২০ উইকেট তুলে নিতে পারবো (শ্রীলঙ্কার)। আমাদের পাঁচটি বোলিং বিকল্প থাকা দরকার। সাকিব যখন খেলে না তখন এই নির্দিষ্ট জায়গায় আমরা পিছিয়ে থাকি। সে এমন একজন যে দিনে ১২-১৩ ওভার বল করে দেয়, যা খুবই গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময় : ১৭০৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।