ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

উইকেট নিতে হলে স্মার্ট হতে হবে: করুণারত্নে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১৪, ২০২২
উইকেট নিতে হলে স্মার্ট হতে হবে: করুণারত্নে

টেস্ট জিততে হলে প্রতিপক্ষকে অলআউট করা সবচেয়ে জরুরি কাজ। কিন্তু চট্টগ্রামের উইকেটে যেটা সবসময় কঠিন।

ব্যাপারটা অজানা নয় শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নেরও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বললেন, স্মার্ট হয়ে নিতে হবে উইকেট।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এই উপলক্ষে গত ৮মে থেকে অনুশীলন শুরু করেছে মুমিনুল হকের দল। যেদিন কেবল বাংলাদেশে পা রেখেছে লঙ্কানরা। বিদেশের মাটিতে খেলা হলেও কন্ডিশনটা যে একেবারে অচেনা নয়, সেটাই মনে করিয়ে দিয়েছেন লঙ্কান অধিনায়ক।

তিনি বলেছেন, ‘এখানে প্রায় একই রকম কন্ডিশন। এসব পিচের আচরণ কেমন হতে পারে সেটা আমরা জানি। চট্টগ্রামের পিচ বেশিরভাগ সময়ই ফ্ল্যাট হয়, তাই স্কোরবোর্ডে আমরা বড় সংগ্রহ তুলতে চাই, যেন তাদের চাপে রাখা যায়। গত কয়েকটি টেস্টে এখানে এমনটাই হয়েছে, ১ হাজার রানও হয়েছে। দেখে ভালো ও ফ্ল্যাট উইকেট মনে হচ্ছে। ’

প্রতিপক্ষের উইকেট নেওয়ার কৌশলটাও ঠিক করে রেখেছেন করুণারত্নেরা। এ নিয়ে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘এটা সহজ নয়, কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। উইকেটে বোলারদের জন্য কিছুই নেই। তবে আমি মনে করি আপনি যদি স্মার্ট হন তবে উইকেট তুলে নিতে পারবেন। ফ্ল্যাট উইকেট দেখা যাচ্ছে, বোলারদের জন্য কিছু নেই। ’

'আগে যেটা বললাম, ২০ উইকেট তুলে নিতে আপনাকে যথেষ্ট স্মার্ট হতে হবে। এমনকি যদি উইকেট না পান আপনাকে স্মার্ট হয়ে ভাবতে হবে। আউট অব দ্য বক্সে ভাবতে হবে। এটাই আমাদের আপাতত পরিকল্পনা। ’

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।