প্রথম দিনটা দুই দলের জন্যই কেটেছে সমান। শ্রীলঙ্কার চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা।
তার ব্যাটে আশার আলো দেখছে লঙ্কানরা। নিখাদ ব্যাটিং উইকেটে যে প্রথম ইনিংসে রানটা বড় দরকার, জানা আছে শ্রীলঙ্কার। তাদের লক্ষ্যটা কেমন? দিনশেষে সংবাদ সম্মেলনে এসে কুশল মেন্ডিস জানালেন, রান দরকার চার থেকে পাঁচশ।
প্রথম দিনশেষে স্বস্তিতে আছেন কি না এমন প্রশ্নের জবাবে মেন্ডিস বলেছেন, ‘হ্যাঁ, স্বস্তিতেই আছি। আমরা ২৫৮ রানে শেষ করেছি আর আমার মনে হয় একদিনে এটা ভালো সংগ্রহই। ৪০০ বা ৫০০ রান এই উইকেটের জন্য ভালো। ’
‘উদ্বোধনী দুই ব্যাটার খুব ভালো শুরু করেছিল কিন্তু এরপর দুই উইকেট পড়ে যায়। তারপর অ্যাঞ্জেলো ও আমি ইনিংসটাকে ভালোভাবেই এগিয়ে নিয়েছি। উইকেট খুব ভালো ছিল কিন্তু আমরা খুব বেশি রান করতে পারিনি এখানে যখন তারা উইকেট টু উইকেট বল করেছে। ম্যাথিউস ও ব্যাটাররা ভালো করেছে। ’
বাংলাদেশের স্পিনাররাই নিয়েছেন লঙ্কানদের চার উইকেট। তাদের কৃতিত্ব দিয়ে মেন্ডিস বলেছেন, ‘আমার মনে হয় স্পিনাররা ভালো করেছে। তাইজুল ও অন্য স্পিনাররা ভালো করেছে। উইকেট কিছুটা ক্লান্ত ছিল, এত বেশি না কিন্তু কিছুটা ধীরগতির ছিল। তারা যখন উইকেট টু উইকেট বল করেছে আমরা বড় শট খেলতে পারিনি। ’
বাংলাদেশ সময় : ১৯১৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
এমএইচবি