ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুল সামর্থ্যবান, মনে প্রাণে বিশ্বাস করেন পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ২১, ২০২২
মুমিনুল সামর্থ্যবান, মনে প্রাণে বিশ্বাস করেন পাপন

দলের পারফরম্যান্স যেমনই হোক, অনেক দিন ধরেই টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সমালোচনা বাড়ছে। সর্বশেষ পাঁচ ইনিংসে তিনি ব্যক্তিগত সংগ্রহ নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের কোটাতে।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানদের রান করার মিছিলেও ব্যর্থ হয়েছেন তিনি। দলের হয়ে একমাত্র ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ বলে ২ রান করেন মুমিনুল। যদিও ম্যাচশেষে আরও একবার তিনি জানিয়েছেন, ফর্ম নিয়ে চিন্তিত নন।

তবে মুমিনুলকে নিয়ে প্রতিনিয়তই বাড়ছে সমালোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, একজন নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে এত কথা বলা ঠিক নয়। শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা উদযাপন অনুষ্ঠানে এসে মুমিনুলের সামর্থ্যে নিজের আস্থার কথা জানান তিনি।

পাপন বলেছেন, ‘আপনারা আলাদা ক্রিকেটার নিয়ে কেন বেশি কথা বলেন আমি জানি না। আমার কাছে নির্দিষ্ট খেলোয়াড় ইস্যু না, এখানে দল, পুরো দল। সুতরাং আমার দল নিয়ে চিন্তা করি। কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক দিন রান করবে না। আমাদের মনে রাখতে হবে একটা খারাপ সময় সকলেরই যায়। ’

‘কিছুদিন আগে যাদের নিয়ে আপনারা কথা বলেছেন, সন্দেহ প্রকাশ করেছেন তারাতো দেখিয়েছে। এমনকি মুশফিক, মুশফিককে নিয়ে অনেক সময় অনেকে অনেক কথা বলেছে। কিন্তু দেখেন মুশফিকতো প্রমাণ করেছে। ’

বিসিবি সভাপতি বলেন, ‘আসল জিনিসটা হলো বিশ্বাস যে আমরা মনে প্রাণে কি বিশ্বাস করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি মুমিনুল পুরোপুরি সামর্থ্যবান। এবং ও আগে এটা প্রমাণ করেছে। ওর একটা খারাপ সময় যাচ্ছে আর আমি আশা করছি খুব শিগগিরই সে এটা থেকে কাটিয়ে উঠবে। ’

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ২১ মে ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।