ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রোববার আসছেন আইসিসি সভাপতি, দেখবেন শেখ হাসিনা স্টেডিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, মে ২১, ২০২২
রোববার আসছেন আইসিসি সভাপতি, দেখবেন শেখ হাসিনা স্টেডিয়াম আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে

ঢাকা: দুই দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে। মূলত আইপিএলের ফাইনালে যাওয়ার পথে বাংলাদেশে আসছেন তিনি।

 

আইসিসি সভাপতির আসার নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তিনি। যেতে পারেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও।  

সেখানকার সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন তিনি। সোমবার (২৩ মে) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম দিনে।

শনিবার (২১ মে) আইসিসি সভাপতির সফর নিয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘কালকে আসবেন, আমাদের কিছু অবকাঠামো দেখবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে সফর রয়েছে উনার। হয়তো তিনি ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে। ’

আগামী ২৪ মে দুই দিনের সফর শেষে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বার্কলে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মে ২১, ২০২২
এমএইচবি/জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।