ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে সিরিজ জেতার ভালো সুযোগ দেখছেন মুমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২২, ২০২২
মিরপুরে সিরিজ জেতার ভালো সুযোগ দেখছেন মুমিনুল ছবি: শোয়েব মিথুন

গত বছরের নভেম্বরে পাকিস্তান সিরিজ দিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করে বাংলাদেশ দল। এরপর আরও তিনটি সিরিজে মাঠে নেমেছে টাইগাররা।

এর মধ্যে একমাত্র জয়টি এসেছে নিউজিল্যান্ডের মাটিতে।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন অবধি ৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১ জয়, ৪ হার ও ১টি ম্যাচে জয় পেয়েছে মুমিনুল হকের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ বাকি দুইটি।  

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজে যাবেন মুমিনুলরা। এরপর ভারত আসবে বাংলাদেশে। পরিস্থিতি বিবেচনায় চলতি সার্কেলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টটিই জয়ের জন্য সবচেয়ে বড় সুযোগ। টেস্ট অধিনায়ক মুমিনুল হক অবশ্য বলছেন, সব জায়গাতেই জেতার সুযোগ আছে তাদের।

রোববার (২২ মে) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি মিরপুরে খেলুন বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা হল সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা একটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার। ’

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেশির ভাগ সময়ই ফল আসে। এই স্টেডিয়ামে সর্বশেষ ড্র হয়েছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচেও ছিল বৃষ্টির বাধা। শ্রীলঙ্কার বিপক্ষেও তাই ভালো ফলের প্রত্যাশা টাইগার অধিনায়কের।

এ ব্যাপারে তিনি বলেন, ‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। বোলিং খুব ইম্পরট্যান্ট, সাথে ব্যাটিংও। অবশ্যই আমরা প্ল্যানিং করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মে ২২, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।