২৪ রানেই নেই বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান। এর মধ্যে তিনজনই ফিরেছেন ডাক মেরে।
মিরপুর টেস্টের প্রথম দিনশেষে ভাঙেনি এই জুটি। দুজনেই সেঞ্চুরি তুলে এখনও আছেন অপরাজিত। অবিশ্বাস্য এই জুটি মুগ্ধ করেছে সবাইকে। ব্যতিক্রম নন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, এটাই টেস্টে তার ক্যারিয়ারে দেখা অন্যতম সেরা জুটি।
তিনি বলেছেন, 'আমার কোচিং ক্যারিয়ারে দেখা টেস্টে এটাই অন্যতম সেরা জুটি। ২০ রানেই আমাদের পাঁচ উইকেট চলে গিয়েছিল। অনেক চাপের মধ্যে ছিলাম, দুই ব্যাটারের এটা অসাধারণ চেষ্টা ছিল। অবশ্যই আমরা সকালে ভালো শুরু করতে পারিনি। কিছু ভুল শট ছিল। টেস্ট ক্রিকেট কঠিন, কিন্তু ছেলেরা অসাধারণ স্কিল ও ক্যারেক্টার দেখিয়েছে আমাদের ভালো অবস্থায় নিয়ে যেতে। '
দুর্দান্ত খেলে সেঞ্চুরি করা লিটনের প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন ডমিঙ্গো, 'আমার মনে হয় টেকনিক খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেটে। লিটন তার খেলাকে মূল্য দিচ্ছে। সে ব্যাটিং টেকনিকে খুব ভালো উন্নতি করেছে। গত দেড় বছর ধরে টেস্টের জন্য প্রস্তুত হওয়ার ভালো উপায় পেয়েছে। জানে কখন কাজ করতে হবে, আর কখন হবে না। সে ভালো একটা রুটিন মেনে চলছে। '
'কিন্তু এটা তৃতীয় সেঞ্চুরি। তার এখনও অনেক দূর যেতে হবে। সে অসাধারণ খেলোয়াড়, দেখার জন্য শান্তির। তার হাতে অনেক সময়। কিন্তু আশা করি এটা সফল টেস্ট ক্যারিয়ারের মাত্র শুরু। সে গত দেড় বছর ধরে দারুণ কাজ করছে। কিন্তু তারটা এখনও শেষ হয়নি। '
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৩ মে ২০২২
এমএইচবি/ এআর