ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশে ফিরছেন লঙ্কান ক্রিকেটার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মে ২৪, ২০২২
শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশে ফিরছেন লঙ্কান ক্রিকেটার

বাংলাদেশ সফরে ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে এসেছে শ্রীলঙ্কা। তাদের মধ্যে অন্যতম ব্যাটার কামিল মিশ্র।

যদিও দুই টেস্টের সিরিজের কোনো ম্যাচেই খেলেননি তিনি।   না খেলেই দলের আগে দেশে ফিরতে হচ্ছে তাকে।

আচরণবিধি ভঙ্গের কারণে সফরের মাঝপথে শ্রীলঙ্কায় ফিরে যাচ্ছেন কামিল, সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

দেশে ফেরার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।  আর সেই তদন্তের ভিত্তিতেই তাকে শাস্তি দেবে দেশটি।  

এখন অবধি ২১ বছর বয়সী কামিল দেশের হয়ে কোনো টেস্ট খেলেননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচগুলোতে করেছেন ১৫ রান।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ২৪ মে ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।