ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে থেমেছে বৃষ্টি, খেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ২৫, ২০২২
মিরপুরে থেমেছে বৃষ্টি, খেলা শুরু ছবি: শোয়েব মিথুন

অবশেষে শুরু হয়েছে খেলা। ৪টায় মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

লাঞ্চের পর থেকে ঝুম বৃষ্টির কারণে এতক্ষণ ধরে মাঠে গড়ায়নি খেলা। ১২টায় শুরু হওয়া এই বৃষ্টি চলে আড়াই ঘণ্টার মতো। এরপর আস্তে আস্তে মাঠের ওপর থেকে সরে কাভার সরিয়ে নেওয়া হয়। মাঠ প্রস্তুতি সম্পন্ন করা হয়।

শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নেওয়া গিয়েছিল দ্বিতীয় দিনেই, কিন্তু অধিনায়ক দিমুথ করুণারত্নে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তাতে বাড়ছিল লঙ্কানদের রান বড় হওয়ার শঙ্কা। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম ঘণ্টায়ই অবশ্য সাফল্য এনে দেন এবাদত হোসেন।

এরপর সাকিব আল হাসান করেন যেকোনো অফ স্পিনারের স্বপ্নের ডেলেভারি। কিন্তু এরপরই বাকিটা সময় স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। লাঞ্চ বিরতির আগে অবধি ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ২৫, ২০২২
আরইউ/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।