ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে খেলা কঠিন, বলেছিলেন ডি ভিলিয়ার্স

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২৫, ২০২২
সাকিবকে খেলা কঠিন, বলেছিলেন ডি ভিলিয়ার্স ছবি: শোয়েব মিথুন

কখনো চায়নাম্যান বোলিং করছেন- কখনো দারুণভাবে ব্যাটারকে ‘সেট আপ’করে আউট করছেন। সাকিব আল হাসান নিজের বোলিংয়ে নিয়ে আসছেন নতুনত্ব।

সময়ের সঙ্গে সাকিব নিজের বোলিংকে মানিয়ে নিচ্ছেন। ব্যাটারদের জন্য নিয়ে আসছেন চমক।

ঢাকা টেস্টের দিমুথ করুণারত্নের উইকেটটাই যেমন। বাউন্ডারি খাওয়ার পরের দুই বলে ৮০ রান করা এই ব্যাটারকে সেট আপ করলেন। এরপরই অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ঢুকিয়েছেন স্টাম্পে। দুর্দান্ত এক বোলিংয়ের সাক্ষী হয়েছেন দর্শকরা।

দিনের শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন অ্যানাল্ড ডোনাল্ড। তিনি পেস বোলিং কোচ, তবুও সংবাদ দিনজুড়ে অসাধারণ বোলিং করা সাকিবকে নিয়ে প্রশ্ন না করে পারা গেল না। সাকিবের পারফরম্যান্স কেমন দেখলেন ডোনাল্ড? জবাবে তিনি বললেন, ‘সাকিবের মতো ছেলেকে কে শিখানো যায়? এটা আমার প্রশ্ন। ’

‘শেন ওয়ার্নের মতো, তার অনেক অভিজ্ঞতা, পুরো বিশ্বে ঘুরে বেড়িয়েছে। আমি জানি সে ও রঙ্গনা হেরাথ ক্লোজ। যখনই তাদের দরকার হয় কথা বলা; সাকিবের স্পিন বোলিং নিয়ে কথা বলা শোনার জন্য দারুণ। ’

এরপরই ডোনাল্ড শোনালেন দারুণ এক অভিজ্ঞতার কথা। তিনি দক্ষিণ আফ্রিকান, তার দেশেরই কিংবদন্তি ক্রিকেটার এবিডি ভিলিয়ার্স। সাকিবকে বোঝাতে ডোনাল্ড টেনে আনলেন ভিলিয়ার্সকে। শেষে আশা করেছেন, আগামীকাল পঞ্চম উইকেট পেয়ে যাবেন সাকিব।

তিনি বলেছেন, ‘আমি ডাগ আউটে বসে বলছিলাম, তখন কয়েকজনকে বলেছিলাম যখন এবিডি ভিলিয়ার্স বলবে সাকিবকে খেলা কঠিন, তাহলে এটা কঠিন। সে স্মার্ট অপারেটর, তার গতি বদলেছে, বল বের করে দিয়েছে ব্যাটারদের জন্য। আশা করি যদি পাঁচ উইকেট নিতে পারে কাল, অসাধারণ হবে। কিন্তু এটা দুর্দান্ত তাকে দলে পাওয়া, এই অভিজ্ঞতা বা নেতৃত্ব, এটা অমূল্য। ’

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।