ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সব ক্রিকেটারের কাছে বাবার মতো চরিত্র সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ২৫, ২০২২
সব ক্রিকেটারের কাছে বাবার মতো চরিত্র সুজন

খালেদ মাহমুদ সুজনকে নিয়ে বাইরে যতই সমালোচনা হোক- ক্রিকেটারদের কাছে তিনি বেশ জনপ্রিয়। দলের যেকোনো সমস্যাতেই হাজির তিনি, সিনিয়র-জুনিয়র সবাইকেই আগলে রাখেন।

এসব যে শুধুই কথার কথা নয় তার প্রমাণই পাওয়া গেল বুধবার (২৫ মে)। ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বয়সে প্রায় সমান হলেও দলের বাকিদের মতো সুজনকে চাচা বলে ডাকেন তিনিও।

কেন ডাকেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে দক্ষিণ আফ্রিকান কোচ বলেছেন, ‘হ্যাঁ তাকে আমি চাচা বলেই ডাকি। আমাকে বলা হয়েছে তাকে চাচা বলে ডাকা হয়। ’

এরপরই খেলোয়াড়ি জীবনে সুজনকে প্রথম দেখার স্মৃতি জানান ডোনাল্ড, ‘তাকে প্রথম দেখি বাংলাদেশ যখন প্রথম বার দক্ষিণ আফ্রিকা সফরে যাত তখন। সে মিডিয়াম পেস বোলিং করতো, কিছুটা ক্ষেপাটেও ছিল। ’

ক্রিকেটারদের কাছে সুজনের গুরুত্ব কথাটা? ডোনাল্ডের পরের কথাতেই পরিষ্কার সেটা, ‘ব্যাপারগুলো আমি দারুণ পছন্দ করি, যেভাবে সে সব সামলায়। সে একজন বাবার মতো চরিত্র সব ক্রিকেটারের কাছে। তাদের কাছ থেকে বেশ সম্মানও পায়। আইডিয়া ভাগাভাগি করার জন্য চমৎকার লোক। আপনি যদি কোনো কিছু করতে চান চাচা তা করাবেন। ’

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।