ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লক্ষ্ণৌকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
লক্ষ্ণৌকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাঙ্গালুরু

ম্যাচ শুরুর আগেই বাগড়া দিল বেরসিক বৃষ্টি। তবে বৃষ্টির পর এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আইপিএলের এলিমিনেটর ম্যাচে রজত পাতিদারের অপরজিত ১১২ রানের ইনিংসে চার উইকেটে ২০৭ রানের বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু। লড়াই করলেও কাঙ্খিত জয়ের দেখা পায়নি লক্ষ্ণৌ। ১৪ রানে হেরেছে তারা।

এই হারের ফলে বিদায় নিতে হলো লক্ষ্ণৌকে। আর জিতে কোয়ালিফায়ার-২ এ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। ওই ম্যাচের বিজয়ী দলই খেলবে ফাইনালে; গুজরাট লায়ন্সের বিপক্ষে।

২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানে থেমে যেতে হয়েছে লক্ষ্ণৌকে। শুরুতেই কুইন্টন ডি ককের উইকেট হারানোটা তাদের জন্য অনেক বড় ক্ষতিকর হিসেবে দাঁড়ায়। ডি ককের উড়ন্ত সূচনা লক্ষ্ণৌকে অনেক ম্যাচেই জয় এনে দিয়েছে। কিন্তু এই ম্যাচে ৫ বলে ৬ রান করে আউট হয়ে যান বাঁহাতি প্রোটিয়া ওপেনার।

এরপর মনন ভোরাকে নিয়ে হাল ধরেন অধিনায়ক লোকেশ রাহুল। ১১ বলে ১৯ রান করে আউট হন মনন ভোরা। দিপক হুডাকে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন রাহুল। ২৬ বলে ৪৫ রান করে আউট হন হুদা। ১টি বাউন্ডারি আর ৪টি ছক্কার মার মারেন তিনি।

১২ বলে যখন ৩৩ রান লাগবে, তখন বোলিংয়ে আসেন জস হ্যাজলউড। অজি পেসারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে স্কুপ করতে গিয়ে স্কয়ার লেগে শাহবাজ আহমেদের হাতে ধরা পড়েন রাহুল। ৫৮ বলে খেলা ৭৯ রানের ইনিংসটি আর কোনো কাজেই আসেনি।  

এভিন লুইস বিধ্বংসী ব্যাটার হওয়া সত্বেও ব্যাটেই যেন বল লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৩ রানেই থামতে হলো লক্ষ্ণৌকে। জস হ্যাজেলউড নেন ৩ উইকেট। আর হার্শাল প্যাটেল ৪ ওভারে ২৫ রান খরচে ১ উইকেট নিলেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।  

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।