ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেলেন ম্যাথুস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মে ২৬, ২০২২
ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেলেন ম্যাথুস

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপেক্ষে একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ব্যার্থতা পুষিয়ে দিয়েছিলেন ১৯৯ রানের এক অনবদ্য ইনিংসে।

 এবার ঢাকা টেস্টেও ম্যাথুসের ব্যাটে বিপর্যয় এড়ালো শ্রীলঙ্কা। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্দিমাল।  

ঢাকা টেস্টের চতুর্থ দিনে সকাল থেকেই বোলারদের উপর ছড়ি ঘোরাচ্ছেন ম্যাথুস-চান্দিমাল জুটি। ধীর স্থির ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ১৩ তম হ্যাটট্রিক করেছেন ম্যাথুস। এবার নিজের ইনিংস আরও বড় করার পথে হাটছেন এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে ম্যাথুসের এটা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। দুটি সেঞ্চুরিই এলো একই সিরিজে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাথুসের সঙ্গে ৮৬ রানে অপরাজিত রয়েছেন দিনেশ চান্দিমাল। লঙ্কানদের দলীয় সংগ্রহ ৪০৭। ৪২ রানের লিড নিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ২৬ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।