ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে মানসিকভাবে

‘আমরা বেশি ফিল্ডিং করি, তাই সবচেয়ে বেশি ফিট’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মে ২৬, ২০২২
‘আমরা বেশি ফিল্ডিং করি, তাই সবচেয়ে বেশি ফিট’ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য টেস্ট এক বড় পরীক্ষার নাম। বাকি দুই ফরম্যাট যেমন হোক, সাদা পোশাকে বাংলাদেশের বেশির ভাগ সময়ই কাটে বিবর্ণ।

এর মধ্যে ম্যাচের বড় অংশজুড়ে বাংলাদেশের করতে হয় ফিল্ডিং।

সব মিলিয়ে টানা দুই দিন বাংলাদেশের ক্রিকেটাররা দুই টেস্ট খেলার মতো মানসিক বা শারিরীক অবস্থায় থাকেন না, এমন কথা বলেছিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শারিরীকভাবে ক্রিকেটারদের ফিট মনে করেন। তার বিশ্বাস, সমস্যাটা মানসিক।

ঢাকা টেস্টের চতুর্থ দিনের সংবাদ সম্মেলন শেষে তিনি বলেছেন, ‘এটা হয়তো মানসিক ব্যাপার। এমন অবস্থা সবসময়ই কঠিন। চতুর্থ ইনিংস যে কোনো ব্যাটারের জন্যই কঠিন। তখন মাথার ভেতর অনেক কিছুই কাজ করে। ম্যাচের অনেকদিক মাথায় থাকে। ওই চাপটা সামলানো গুরুত্বপূর্ণ। যেটা আমরা করতে পারছি না। এটা আসলে ওই ব্যক্তিগত ক্রিকেটারই বলতে পারবে তারা কি অনুভব করছে। ’

নিজেদের টেস্টের সবচেয়ে ফিট দল মনে করেন জানিয়ে সাকিব বলেছেন, ‘আমরা টেস্ট ক্রিকেটের সবচেয়ে ফিট দল। কারণ সবচেয়ে বেশি ফিল্ডিং তো আমরা করি। শারীরিকভাবে আমরা ফিট। মানসিক জায়গায় হয়তো পিছিয়ে। এই জায়গায় অনেক বেশি কাজ করার আছে। ’

‘আপনি দেখুন, সব মিলিয়ে তিন ইনিংসে চার শ-সাড়ে চার শ ওভার ফিল্ডিং করেছে। এরপর লিটন- মুশফিকের একজন ১৪০ করেছে, আরেকজন ১৫০ এর বেশি করেছে। তো শারীরিকভাবে সবাই ফিট। এটা মানসিক সমস্যা। ’

ব্যাটারদের জন্যও এত ফিল্ডিং করে ব্যাটিং করা কঠিন বলে মনে করেন সাকিব, ‘এই অবস্থায় ব্যাটিং করা কঠিন। বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের জন্য। দুটি টেস্টই পাঁচ দিনে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সমস্যাটা হচ্ছে। আমি যখন দলে ছিলাম না, তখনও এটা হয়েছে। এখনও হচ্ছে। আমরা সম্প্রতি অনেকবারই ব্যর্থ হয়েছি। এই জায়গায় উন্নতির সুযোগ আছে। তবে এখনো যেহেতু শেষ হয়ে যায়নি, শেষ না হওয়ার আগ পর্যন্ত তো শেষ বলাটা ঠিক না। ’

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।