ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অল্প প্রত্যাশা নিয়ে আইপিএলে এসেছিলেন বাটলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
অল্প প্রত্যাশা নিয়ে আইপিএলে এসেছিলেন বাটলার

স্বপ্নের মতো একটা মৌসুম কাটছে জশ বাটলারের। চলতি আসরে ৮২৪ রান করেছেন ১৫১ স্ট্রাইক রেটে।

হাঁকিয়েছেন চারটি সেঞ্চুরি। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৬০ বলে ১০৬ রান করেছেন তিনি। নিজের দল রাজস্থান রয়্যালসকে নিয়ে গেছেন ফাইনালে।

এমন স্বপ্নের মৌসুম খেলতে আশার আগে কেমন প্রত্যাশা ছিল তার? বাটলার বলেছেন,  ‘আমি এই মৌসুমে খুব কম প্রত্যাশা নিয়ে এসেছিলাম কিন্তু টুর্নামেন্ট অনেক এনার্জি ও রোমাঞ্চ ছিল। ‍এখনও এখানে থাকতে পারা, দারুণ এক দলের সঙ্গে মৌসুমটা কাটানো ও আমাদের ফাইনালে যাওয়া; অবিশ্বাস্য রোমাঞ্চের। ’

তবে এই আইপিএলেও কঠিন সময় কাটিয়েছেন বাটলার। প্লে অফে খেলার আগে তিন সপ্তাহে পাননি একটি সেঞ্চুরিও। তিনবার আউট হয়েছেন এক অঙ্কের ব্যক্তিগত সংগ্রহে, সর্বোচ্চ ছিল ৩০ রান। এমন সময় কীভাবে কাটালেন বাটলার?

তিনি বলেছেন, ‘আমার কাছের মানুষদের সঙ্গে কথাবার্তা হয়েছে। কুমার সাঙ্গাকারা (ডিরেক্টর অব ক্রিকেট) ও ট্রেভর পেনির সঙ্গেও। আমি আসলে কিছুটা চাপ অনুভব করছিলাম। বিভ্রান্ত ছিলাম, এটাকে দমিয়ে রাখতে চাইছিলাম কিন্তু সপ্তাহখানেক পর যখন এটা নিয়ে কথা বললাম আমার ভালো লেগেছে। ’

খেলায় নিজের পরিকল্পনা নিয়ে বাটলার বলেছেন, ‘আমার মনে হয় কিছুদিন ধীরে শুরু করেছিলাম। যদি এমন না হতো। আমার ইচ্ছে সবসময় দ্রুত খেলার। কিন্তু কখনও কখনও আমার এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমার মনে হয় তরুণ থাকলে বড় শট খেলতে যেতাম আর আউট হতাম। ’

বাংলাদেশ সময় : ১০০৫, মে ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।