ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব নয়, মুমিনুলের কাছে ব্যাটিং চান সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
অধিনায়কত্ব নয়, মুমিনুলের কাছে ব্যাটিং চান সুজন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করার পর দ্বিতীয় টেস্টে ঢাকায় হেরে গেছে টাইগাররা।

ঘরের মাঠে এমন পারফরম্যান্স হতাশাজনক বলছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মুমিনুল হককে নেতৃত্ব ছাড়ার পরমার্শও দিয়েছেন তিনি। সর্বশেষ সাত ইনিংসে ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেননি মুমিনুল। চাপমুক্ত থাকতে টাইগারদের টেস্ট অধিনায়ককে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দেন সুজন।

তিনি বলেছেন, ‘পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কি না। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০ এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না- প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে। ’

‘ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কি না এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করে, আমরা এটা চাই। ’ 

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সুজন বলেছেন, ‘অবশ্যই ভালো হয়নি। আমাদের কন্ডিশনে হার… ফলাফল যাই হোক, আমাদের প্রক্রিয়াও ভালো ছিল না। হার-জিত খেলার অংশ, হারতেই পারি। কিন্তু যেরকম কন্ডিশন ছিল বা যেরকম প্রতিপক্ষের সাথে খেলেছি, বলব না আমরা আমাদের মান অনুযায়ী খেলেছি। ’

‘ইতিবাচক দিক আছে অনেক কিছুই। তবে ফলাফলের কথা চিন্তা করলে ভালো হয়নি। ঢাকা টেস্টে দুই ইনিংসেই টপ অর্ডারের ব্যর্থতা। দুই ইনিংসে একইরকম কেন হবে?’

বাংলাদেশ সময় : ১৬৪০, মে ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।