ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে বের করাই মূল উদ্দেশ্যে হেরাথের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ২৯, ২০২২
সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে বের করাই মূল উদ্দেশ্যে হেরাথের ছবি: শোয়েব মিথুন

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কা সিরিজ শেষ করার আগে তার অধীনে বিসিবি আয়োজন করেছে চারদিনের স্পিন ক্যাম্প।

এই ক্যাম্পের প্রথম দিন ছিল আজ (রোববার)।  

ঢাকা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল), বয়সভিত্তিক দলসহ বিভিন্ন একাডেমিতে নজর কাড়া ৩২ স্পিনারকে নিয়ে ক্যাম্প শুরু করেছেন হেরাথ। তবে প্রথম দিনই বিশেষ কাউকে মনে ধরেনি এই লঙ্কান কিংবদন্তির।

তিনি বলেছেন, ‘মূল উদ্দেশ্য ছিল সম্ভাবনাময় স্পিনারদের চিহ্নিত করা। একই সাথে কোচদের (স্থানীয়) মধ্যে যোগাযোগ স্থাপন। আমাদের ভালো একটা সেশন কেটেছে। আরও কয়েকদিন সময় আছে হাতে, আশা করছি সব স্পিনারকে দেখার সুযোগ থাকছে। আগামী কিছুদিন আমরা কাজ করতে পারবো। ’

‘না এখনো পর্যন্ত না (বিশেষ কেউ নজরে আসা)। আমরা চেষ্টা করছি তাদের প্রোফাইল এবং ভিডিও দেখার জন্য। আশা করছি আমরা সম্ভাবনাময় স্পিনারদে খুঁজে পাবো। সবাই বেশ ভালো, আশা করছি আমরা কিছু ভালো বিকল্প খুঁজে পাবো আগামী কয়েকদিনে। ’     

ক্যাম্পে কেমন স্পিনার চান হেরাথ? তিনি জানিয়েছেন, ‘একজন স্পিনারের বল ঘুরানোর সঙ্গে সঙ্গে লাইন-লেন্থও ঠিক রাখতে হবে। আপনি যখন টেস্ট খেলবেন তখন আপনার সব ধরনের স্কিলের পরীক্ষা হবে এখানে। এটা হতে পারে মানসিক, শারীরিক কিংবা টেকটিক্যাল। এসব ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি ফলাফল দ্রুত আসবে। যে কারণে আমাদের প্রচুর স্পিনারের সাথে কাজ করতে হবে, যে কারণে আমি এখানে (ক্যাম্পে) আর আমি সেভাবেই সামনে তাকাচ্ছি। ’

বাংলাদেশ সময় : ১৬৩২, মে ২৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।