ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১, ২০২২
তামিমকে ছাড়িয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন দাস। এর মধ্যে মিরপুর টেস্টের দুই ইনিংসের একটিতে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ফিফটি।

ব্যাট হাতে তার এই উজ্জ্বল পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।  

আজ বুধবার আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের হালনাগাদ তালিকায় লিটনের অবস্থান ক্যারিয়ার সেরা ১২তম স্থানে। ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্টও এখন এই উইকেটকিপার-ব্যাটারের দখলে। ২০১৭ সালের আগস্টে বাঁহাতি ওপেনার তামিমের রেটিং পয়েন্ট ছিল ৭০৯। আর লিটনের বর্তমান রেটিং পয়েন্ট ৭২৪।

লিটন ছাড়া র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন চট্টগ্রাম ও মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম। ৭ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তবে অবনতি হয়েছে তামিম ইকবালের। ৫ ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ৩২তম স্থানে।  বাংলাদেশের আরও দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্ত পিছিয়েছেন যথাক্রমে ৮ ও ৬ ধাপ। এর মধ্যে জয় ৯১তম এবং শান্ত আছেন ৯৪তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে জেতা টেস্ট সিরিজে দারুণ ফর্মে থাকা শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস দুর্দান্ত পারফরম্যান্সের পর ৫ ধাপ এগিয়েছেন। তিনি আছেন ১৬তম স্থানে।  

অন্যদিকে ব্যাটারদের তালিকায় শীর্ষ দশ স্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন; দুইয়ে স্টিভ স্মিথ এবং তিনে কেন উইলিয়ামসন। চারে আছেন জো রুট, পাঁচে বাবর আজম, ছয়ে দিমুথ করুণারত্নে, সাতে উসমান খাজা, আটে রোহিত শর্মা, নয়ে ট্রেভিস হেড এবং দশম স্থানে আছেন বিরাট কোহলি।  

বোলারদের র‍্যাংকিংয়ে অবশ্য বাংলাদেশের জন্য কোনো সুসংবাদ নেই। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৭তম স্থানে। সাকিব আল হাসান আগের মতোই ২৯তম স্থানে থাকলেও ২ ধাপ পিছিয়েছেন মেহেদি হাসান (৩৭তম)। তবে ৩ ধাপ এগিয়েছেন এবাদত হোসেন। এই ডানহাতি পেসার ৩ ধাপ এগিয়েছে আছেন ৮৪তম স্থানে।  

টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষ বিশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছেন অজি পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং তিনে তার সতীর্থ জসপ্রিত বুমরাহ। চারে আছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং পাঁচে নিউজিল্যান্ডের কাইল জেমিয়েসন। বাকি ৫ স্থানে আছেন যথাক্রমে- কাগিসো রাবাদা, টিম সাউদি, নিল ওয়াগনার, জেমস অ্যান্ডারসন এবং জশ হ্যাজেলউড।

অলরাউন্ডারদের তালিকায় কোনো পরিবর্তন নেই। আগের মতোই শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন এবং তিনে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। সাবেক নাম্বার ওয়ান সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে এবং পাঁচে ইংল্যান্ডের বেন স্টোকস।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।