ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে গ্র্যান্ডহোম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুন ৭, ২০২২
১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে গ্র্যান্ডহোম

লর্ডস টেস্টের তৃতীয় দিনে পায়ে ব্যাথা অনুভব করার কারণে মাঠ ছেড়েছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের হেরে যাওয়া ওই টেস্টের তৃতীয় দিনে নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলটি করার পর পায়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

পরে স্ক্যানে ধরা পড়ে, গোঁড়ালি থেকে পায়ের অগ্রভাগকে যুক্ত করা লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

চোটের কারণে ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ৩৫ বছর বয়সী অলরাউন্ডার খেলতে পারবেন না আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

গ্র্যান্ডহোমের স্থানে অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে যুক্ত করেছে নিউ জিল্যান্ড। ব্রেসওয়েল স্কোয়াডের সঙ্গে ছিলেন চোট পাওয়া হেনরি নিকোলসের ‘কাভার’ হিসেবে। পায়ের চোট কাটিয়ে নিকোলস দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।