ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আঙুলের চোটে সিরিজ শেষ অ্যাবটের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ৭, ২০২২
আঙুলের চোটে সিরিজ শেষ অ্যাবটের

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আঙুলে ছোট পেয়ে তিন ম্যাচ সিরিজের সবগুলো টি-টোয়েন্টিতে থেকে ছিটকে গেলেন দলটির পেসার শন অ্যাবট।

মঙ্গলবার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।  

কলম্বোতে মঙ্গলবার (৭ জুন) প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচকে সামনে রেখে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বাম তর্জনীতে চোট পান শন অ্যাবট। ধরা পড়ে চিড়ও। তার বদলি হিসেবে এখনও কাউকে ডাকা হয়নি।

অবশ্য শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ছিলেন না অ্যাবট। আগেরদিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও নাম ছিল না এই পেসারের। কিন্তু দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে চার দিনের ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুন ০৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।