ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিঞ্চের ফর্মে ফেরায় কাজে লেগেছে ওয়ার্নারের পরামর্শ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুন ৮, ২০২২
ফিঞ্চের ফর্মে ফেরায় কাজে লেগেছে ওয়ার্নারের পরামর্শ!

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১২৮ রানের লক্ষ্য উদ্বোধনী জুটিতেই তাড়া করে ফেলেছেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

গত এক বছর ধরে অফ ফর্মে থাকা অজি অধিনায়ক ফিঞ্চ পেয়েছেন হাফ সেঞ্চুরি।  

সদ্য শেষ হওয়া আইপিএলটাও ভালো কাটেনি তার। পাঁচ ইনিংসের চারটিতেই আউট হয়েছেন অল্প রানে। এই সময় সতীর্থের সমস্যাটা ধরেছেন ডেভিড ওয়ার্নার। পরে এ নিয়ে পরামর্শও দিয়েছিলেন ফিঞ্চকে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জুটি গড়ার পর এ নিয়ে কথা বলেছেন ওয়ার্নার।

তিনি বলেছেন, ‘আমি শুধু তাকে এটা বলেছিলাম হেঁটে বলের ওপর যেও না। বলকে বাতাসে তার কাজটা করতে দাও। আর যদি ফুল লেন্থ বল করে তাহলে তুমি জায়গায় থাকো আর লেগ স্টাম্প লাইনটা ঠিক রাখো। বলের সঙ্গে তোমার পুরো যোগাযোগ হবে। আর যদি বল দেরিতে সুইং করে, এটা লেগ সাইডে যাবে। ’

ফিঞ্চের সমস্যার কথা জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘সে সম্ভবত বেশি নড়ছিল। বলের লাইনে সোজা এগিয়ে আসছিল আর বল ডেলেভারির সময়ও নড়ছিল। যখন আপনি এমনিতেই ভালো তখন এটা দরকার নেই যদি শারিরীকভাবে চাঙা না থাকেন। ফিঞ্চের জন্য ব্যাপারটা ছিল স্বাভাবিক রাখা আর বেশি না নড়া। ’

‘আমরা আজকে রাতে দেখেছি, সে দারুণ কিছু শট খেলেছে। বলে টাইমিংও ভালো ছিল আর যখনই সে সুন্দর আর সোজা ছিল, তখন নিজের সেরা অবস্থানে ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সবকিছুকে বাউন্ডারির বাইরে নিতে পারে। যখন বল তার লাইনে ছিল, স্লগ সুইপ খেলেছে, যেটা সে খুব ভালো খেলে। ’

বাংলাদেশ সময় : ১৩০৬, জুন ৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।