ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ছেড়েও মুমিনুলের ডাক, সেঞ্চুরি তামিমের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
অধিনায়কত্ব ছেড়েও মুমিনুলের ডাক, সেঞ্চুরি তামিমের

ব্যাটিংয়ে মনোযোগী হতেই অধিনায়কত্ব ছেড়েছেন- এমনটি জানিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু প্রস্তুতি ম্যাচে তেমন কিছুর দেখা মিলল না।

৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।  

ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মুমিনুল ফিরেছেন শূন্য রানে। চার্সের বলে ম্লাচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান বাংলাদেশর সদ্য সাবেক এই টেস্ট অধিনায়ক।

তিনি ব্যর্থ হলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল। যদিও তার উদ্বোধনী সঙ্গী মাহমুদুল হাসান জয়ও ফিরেছেন শূন্য রানে। সাকিব না থাকায় অধিনায়কত্ব পাওয়া লিটন দাসও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে।

১৯ বলে ৪ রান করে তিনি ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষকের হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৩ ওভারের খেলা শেষে ১৭১ রান করেছে বাংলাদেশ। ১৪ চার ও ১ ছক্কায় ১৬২ বলে ১০০ ও ইয়াসির আলি রাব্বি ২৬ বলে ৯ রান করে অপরাজিত আছেন।  

বাংলাদেশ সময় : ১২২১, জুন ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।