ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুট-পোপের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জুন ১৩, ২০২২
রুট-পোপের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছে ইংল্যান্ড

প্রথম ইনিংসে রীতিমতো রান পাহাড়েই চড়েছে নিউজিল্যান্ড। কিন্তু নিজেদের প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি তাদের।

তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। জো রুট ও ওলে পোপের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে তারা।  

ট্রেন্ট ব্রিজে ম্যাচের তৃতীয় দিনশেষ সফরকারীদের চেয়ে ৮০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৪৭৩ রান। রুট ১৬৩ ও বেন ফোকস অপরাজিত আছেন ২৪ রানে।  

১ উইকেটে ৯০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। আগের দিনের অপরাজিত ব্যাটার অ্যালেক্স লিস ১২৫ বলে ৬৭ রান করে আউট হন ম্যাট হেনরির বলে। তবে ঠিকই সেঞ্চুরি তুলে নেন তার সঙ্গী ওলে পোপে।  

১৩ চার ও ৩ ছক্কার ইনিংসে ২৩৯ বলে ১৪৫ রান করে আউট বোল্টের বলে, হেনরির হাতে ক্যাচ তুলে দিয়ে। এদিকে ক্যারিয়ারের ২৭ তম সেঞ্চুরি পেয়েছেন জো রুট। ২০০ বলে ১৬৩ রান করেছেন তিনি।  

মাঝে অবশ্য হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছেন এই সিরিজেই নেতৃত্বের ভার কাঁধে ওঠা বেন স্টোকস। তিনি আউট হয়েছেন ৩৩ বলে ৪৬ রান করে, ব্র্যাকওয়েলের ব্যাটে।  

বাংলাদেশ সময় : ১২১৫, জুন ১২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।