ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবাইকে ভুল প্রমাণের এটাই সুযোগ : সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
সবাইকে ভুল প্রমাণের এটাই সুযোগ : সাকিব ছবি : শোয়েব মিথুন

টেস্ট ক্রিকেটে কখনোই খুব একটা ভালো দল না বাংলাদেশ। এই ফরম্যাটে এখন অবধি জয় এসেছে কেবল ১৮ ম্যাচে।

যার ৪টিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই দলটির বিপক্ষেই তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান।  

১৬ জুন অ্যান্টিগায় শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কয়েকদিন আগেই মুমিনুল হক দায়িত্ব ছাড়ার পর টেস্টের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিবের কাঁধে। তৃতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এটাই সেরা সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার।  

সাকিব বলেছেন, ‘প্রস্তুতির দিক থেকে আমি ভালো অবস্থায় আছি। ফর্ম নিয়েও খুব একটা চিন্তিত না, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুইটা ম্যাচ ভালো গেছে। আমি নিজের ফর্ম নিয়ে তাই খুব বেশি চিন্তিত না। এখানে দলের পারফরম্যান্সটাই বেশি জরুরি, যেটা আমরা করতে চাচ্ছি। ’

‘টেস্টে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি না। এটা একটা সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার, আমরা এই টেস্ট ম্যাচটাতে খুব ভালো করে এখান থেকে শুরু করতে পারি পুরো সিরিজের জন্য। ’

বাংলাদেশের টেস্ট দলে বেশ কয়েকজনের আগমন ঘটেছে নতুন করে। ওয়েস্ট ইন্ডিজের সাংবাদিকের কৌতূহলী প্রশ্নে সাকিব তাদের নিয়ে শুনিয়েছেন আশার কথা। নতুন দলে আসা মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজাদের সঙ্গে তার আশা নুরুল হাসান বা মেহেদী হাসান মিরাজকে নিয়ে।  

সাকিব বলেছেন, ‘কয়েকজন ছেলেই এসেছে। জয় আমাদের ওপেনার ব্যাটার, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ও ভালো করেছে। এটা তার জন্য আরেকটা চ্যালেঞ্জ একই সঙ্গে তার সক্ষমতা আছে বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করার। রাজা নতুন পেসার, আমরা যার দিকে দেখতে পারি। ’

‘আরও কয়েকজন ছেলে আছে। মিরাজ দলে ফিরেছে, এটা আমাদের জন্য বড় বুস্ট। সোহান আরেকজন, যে আসা-যাওয়ার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছে, আশা করি সে এটা আন্তর্জাতিক ক্রিকেটে এনে বাংলাদেশকে আনন্দ এনে দিতে পারবে। ’

বাংলাদেশ সময় : ১০৫৫, জুন ১৫, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।