ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির পেজে দেখা যাচ্ছে বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
বিসিবির পেজে দেখা যাচ্ছে বাংলাদেশের খেলা

সম্প্রচার নিয়ে জটিলতা শেষ অবধি আর কাটেনি। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট দেখা যায়নি টিভিতে।

তবে ম্যাচের তৃতীয় দিনে এসে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে দেখা যাচ্ছে ম্যাচটি।

এর আগে সত্ত্ব পাওয়া টিএসএমের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সফরটি দেখা যায়নি বাংলাদেশের কোনো চ্যানেলে। তবে ২ ডলার খরচ করে আইসিসি টিভিতে খেলাটি দেখা যাচ্ছিল।

এবার অবশ্য ফ্রিতেই ম্যাচটি দেখার ব্যবস্থা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট : দ্য টাইগার্স’ থেকে ম্যাচটি সরাসরি দেখাচ্ছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান করে ক্যারিবীয়ানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৬ রান করেছে টাইগাররা।

খেলা দেখতে এখানে ক্লিক করুন..

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।