ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই ফিফটিতে ৯ বছর আগের স্মৃতি ফেরালেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০২২
দুই ফিফটিতে ৯ বছর আগের স্মৃতি ফেরালেন সাকিব

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন সাকিব আল হাসান। দলের বিপর্যয়ে হাল ধরলেন আরও একবার।

টানা তিন ইনিংসে হাঁকালেন ফিফটি। অ্যান্টিগার দুই টেস্টেই পেলেন হাফ সেঞ্চুরির দেখাও। এতে ৯ বছর আগের স্মৃতি ফিরিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসেই ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব। এবার অ্যান্টিগায় পেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে শ্রীলঙ্কা বিপক্ষে সর্বশেষ ইনিংসেও ফিফটির দেখা পেয়েছিলেন সাকিব। টানা তিন ইনিংসে এই প্রথম হাফ সেঞ্চুরি পেরুলেন তিনি।  

প্রথম ইনিংসে ক্যারিবীয়ানদের বিপক্ষে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের বাকিদের ব্যর্থতার মধ্যেও ফিফটি তুলে আউট হন সাকিব। দ্বিতীয় ইনিংসেও একের পর এক উইকেট হারানোর মধ্যে উইকেটে আসেন তিনি। কিন্তু আক্রমণের সঙ্গে দারুণ নিয়ন্ত্রিত শট খেলে ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি করলেন নতুন টেস্ট অধিনায়ক।  

এক ম্যাচের দুই ইনিংসেই ফিফটি করার কৃতিত্ব অবশ্য এর আগেও আরও তিনবার দেখিয়েছেন সাকিব। ২০১৩ সালে জিম্বাবুয়ের আগে ২০১১ সালে এই ওয়েস্ট ইন্ডিজ এবং এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময় : ১২৩৫, জুন ১৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।