ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলকে যে পরামর্শ দিলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ২০, ২০২২
মুমিনুলকে যে পরামর্শ দিলেন আশরাফুল

সময়টা একদমই ভালো যাচ্ছে না মুমিনুল হকের। একসময়ের 'টেস্ট স্পেশালিস্ট' খ্যাত সাবেক টেস্ট অধিনায়কের ব্যাট থেকে সর্বশেষ ১২ ইনিংসে এসেছে যথাক্রমে- ১৩*, ০, ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০ এবং ৪ রান।

এই রানখরা কাটাতে মুমিনুলকে উপায় বাতলে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

নিজের ইউটিউব চ্যানেলে আশরাফুল বলেন, 'যেহেতু গত ১৩-১৪টা ইনিংস তার (মুমিনুলের) ভালো যাচ্ছে না। তার আউটগুলো যদি খেয়াল করি, দেখা যাবে ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে। সে খুবই সৎ। নিজের থেকে চাচ্ছে (ফর্মে) ফিরে আসার জন্য। যে কারণে রান পাওয়ার জন্য অনুশীলন ম্যাচগুলোতে সে ওপেনিংয়েও নেমে গেছে। কিন্তু সেভাবে সফল হতে পারছে না। তার প্রতিটি আউট যদি দেখি, অফ স্টাম্পের বাইরের বলগুলোতে সে আউট হয়ে যাচ্ছে। হয় এলবিডব্লিউ, না হয় কট বিহাইন্ড। '

মুমিনুলকে খেলার ধরন পাল্টানোর পরামর্শ দিয়ে আশরাফুল বলেন, 'সে রক্ষণাত্মক মেজাজে আছে। একটু আগ্রাসী যদি হয়, তাহলে আমি মনে করি তার জন্য ইতবাচক হবে। যখন খারাপ সময় আসে, তখন ভাগ্যও পাশে থাকে না। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচটিতে সে কিন্তু ৮৮ করেছিল। অনেকগুলো বল ব্যাটের কানায় লেগে কিপারের কাছে ক্যারি করেনি, স্লিপে ক্যারি করেনি, গালি ও স্লিপের মাঝখান দিয়ে গেছে। এখন কিন্তু ভাগ্যটা তার পাশে নেই। যেটাই লাগছে (ব্যাটে), হাতে চলে যাচ্ছে। যেটাই মিস করছে, পায়ে লেগে যাচ্ছে। এই অবস্থায় তাকে অবশ্যই ইতিবাচক থাকতে হবে। একটু রানের চিন্তা করতে হবে। আউট হলে হব, জিরো করলে করব। এটাই মনে হয় তার জন্য ভালো হবে। '

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।