আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)। এটির প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার লিসা স্থালেকার।
এ নিয়ে এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই সপ্তাহে সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ফিকা নির্বাহী কমিটির বৈঠকে ফিকার প্রেসিডেন্ট হিসেবে লিসা স্থালেকারকে চূড়ান্ত করা হয়েছে। গঠনের পর থেকে ব্যারি রিচার্ডস, জিমি অ্যাডামস ও সবশেষ বিক্রম সোলাঙ্কি ছিলেন ফিকা প্রেসিডেন্টের সম্মানিত তালিকায়, এবার তাতে যুক্ত হচ্ছেন লিসা। ’
১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৪২ বছর বয়সী লিসার। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মাত্র ১০৬ রান ডিফেন্ড করতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। ২০০৭ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর লিসা বলেছেন, ‘ফিকার নতুন সভাপতি হয়ে আমি অত্যন্ত গর্বিত ও রোমাঞ্চিত। আমরা নতুন একটি ধাপে প্রবেশ করছি। যেখানে পুরুষ ও নারী ক্রিকেটে আগের চেয়ে অনেক বেশি খেলা থাকছে। এখন অনেক বেশি দেশ ক্রিকেটে নাম লিখিয়েছে। ’
বাংলাদেশ সময় : ১৯০৪, জুন ২১, ২০২২
এমএইচবি