অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। তবে এই ম্যাচেও বোলারদের বিশেষত পেসারদের পারফরম্যান্স নজরে এসেছে আলাদা করে।
ওই টেস্টের পর পেসারদের প্রশংসা করেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আলাদা করে তিনি বলেন তাসকিন আহমেদের কথা। অধিনায়কের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে বেশ আনন্দিত তাসকিন। এই পেসার জানিয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন সাকিবের কথায়।
মিরপুরে বুধবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘না এটা আসলে নো ডাউট তিনি একজন লিজেন্ড। তিনি যখন বলেছেন পার্সোনালি খুবই ভালো লেগেছে আমার। আরো অনুপ্রাণিত করেছে আমাকে যে, আমি আরো ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে। ’
ডিউক বলে খেলতে না পারার আফসোস করে তাসকিন বলেছেন, ‘টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হলো না। ওয়ানডে ও টি-টোয়েন্টি কুকাবুরা বলেই হবে, তো যেটাতেই হোক নিজের সেরাটা দেবো। হাতে যেটা আছে প্রসেস, সেটাই ফলো করব। দিনশেষে বাকিটা আল্লাহর ইচ্ছা। ’
‘আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে জয় উপহার দিতে পারি। সবসময়ই এটাই ইচ্ছা থাকে। শতভাগ দেবো বাকিটা আল্লার ইচ্ছা। আসলেই ইনজুরি পেস বোলারদের টুকটাক হয়। হলে আবার কামব্যাক করতে হবে এটাই চ্যালেঞ্জ এবং এটাতে মজাও আছে। তো এখন যেটা আছে হাতে সেটাতেই ফোকাস করতে চাচ্ছি। ’
বাংলাদেশ সময় : ১৫২৯, জুন ২২, ২০২২
এমএইচবি