ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আমি টেস্ট ক্রিকেটই সবচেয়ে বেশি ভালোবাসি : বিজয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুন ২৩, ২০২২
আমি টেস্ট ক্রিকেটই সবচেয়ে বেশি ভালোবাসি : বিজয়

দল থেকে বাদ পড়ার পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন এনামুল হক বিজয়। কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবার কক্ষপথে ফিরেছেন এই ব্যাটার।

শুরুতে সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। পরে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে টেস্ট দলেও।  

সেন্ট লুসিয়া দুই ম্যাচ সিরিজের শেষটিতে তার একাদশে থাকাও অনেকটা নিশ্চিত। শেষবারও এখানেই টেস্ট খেলেছিলেন বিজয়। প্রথম ইনিংসে ৯ করার পর দ্বিতীয় ইনিংসে আউট হন শূন্য রানে। তবে এবার বিজয় দেখাতে চান, টেস্টটাকেই তিনি ভালোবাসেন সবচেয়ে বেশি।

ওয়েস্ট ইন্ডিজে বিজয় বলেছেন, ‘এটা সত্যি যে, আমি প্রথমে সাদা বলের ফরম্যাটের জন্য ডাক পেয়েছিলাম, সাদা বলেই অনুশীলন করছিলাম। কিন্তু আগেও অনেকবার বলেছি, আমি টেস্ট ক্রিকেটই সবচেয়ে বেশি ভালোবাসি। এটা নিয়ে আমার মধ্যে অনেক বেশি প্যাশন কাজ করে। আট বছর পর টেস্ট দলে ডাক পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় সুযোগ। আমি যে টেস্টটা আসলেই ভালোবাসি, সেটা দেখানোরও বড় সুযোগ। ’

ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করা বিজয় কাজে লাগাতে চান আন্তর্জাতিক অঙ্গনে, ‘এটাই আমার সাহস, শক্তির জায়গা। এই পরিসংখ্যানগুলো দেখলে সেটা একটা বাড়তি আত্মবিশ্বাস হিসেবে কাজ করে। অবশ্যই ব্যাপারটা এভাবে কাজ করে যে আমি এত দিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। ’

‘সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, যাতে বাংলাদেশ দলের জন্য ভালো স্কোর দিতে পারি। এখানে দ্রুত উইকেট পড়া থামানো থেকে শুরু করে রান এগিয়ে নিয়ে যাওয়া, সবকিছুই গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা দারুণ অবস্থানে আছি। হয়তো ফল পক্ষে আসছে না, তবে আমাদের বাংলাদেশকে আরো সামনে নিয়ে যাওয়া সম্ভাবনা আছে। আশা করব, আমি সেই দলের অংশ হয়ে থাকতে। ’

বাংলাদেশ সময় : ১০২৬, জুন ২৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।