ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা

টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করার পর টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত সফরের টি-টোয়েন্টি দল থেকে বেশকিছু পরিবর্তন এনে দল সাজিয়েছে ক্যারিবিয়ানরা।

সেই সঙ্গে ওয়ানডে দলেও এসেছে পরিবর্তন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গতকাল মঙ্গলবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। এই দলে নেই বিশ্রামে থাকা জেসন হোল্ডার। আর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় নেই কাইরন পোলার্ড।  

গত ফেব্রুয়ারিতে ভারত সফরে যাওয়া ১৬ সদস্যের উইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন ফ্যাবিরান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল ও শাই হোপ। তবে ওই দলে থাকা ডমিনিক ড্রেকস আছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে।

উইন্ডিজ দলে ফিরেছেন পেসার ওবেড ম্যাককয়, অলরাউন্ডার কিমো পল ও উইকেটকিপার-ব্যাটার ডেভন টমাস। এই সিরিজ দিয়ে সহ-অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলা রভম্যান পাওয়েল।  

এদিকে বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের দলও ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলে ডাক পেয়েছেন জাতীয় দলের জার্সিতে ১টি করে টেস্ট ও ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। অন্যদিকে পাকিস্তান সফরে ধবলধোলাই হওয়া দলে থাকা ব্রান্ডন কিং। তবে বাদ পড়েছেন এনক্রুমা বনার, শার্মন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

আগামী ২ ও ৩ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। এরপর ৭ জুলাই গায়ানার জাতীয় স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই মাঠেই ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিন ওয়ানডে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, শামার ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, ডমিনিক ড্রেকস (রিজার্ভ খেলোয়াড়)।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রভম্যান পাওয়েল, জেডেন সিলস, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, রোমারিও শেফার্ড (রিজার্ভ খেলোয়াড়)।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।