ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজে তামিমদের ঈদ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
ওয়েস্ট ইন্ডিজে তামিমদের ঈদ উদযাপন

পূর্নাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাস ধরে ওয়েস্ট ইন্ডিজে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১০ জুলাই থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে গায়ানায়।

বাংলাদেশে ১০ জুলাই হলেও সেখানে ঈদ-উল-আজহা ছিল আজ শনিবার (৯ জুলাই)। একসঙ্গে সুদূর ওয়েস্ট ইন্ডিজে বসেই ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিও দিয়েছেন তারা।

অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ্ আমাদের আত্মত্যাগ কবুল করুন। ’

‘মুসলিম উম্মাহকে ঈদ মোবারক’ লিখেছেন পেসার এবাদত হোসেন। আরেক পেসার শরিফুল ইসলাম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ’

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ছবি দিয়ে ধারাভাষ্যকার আতহার আলি খান লিখেছেন, ‘ ‘ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ্! বাংলাদেশ দলের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্ট, জুলাই ০৯, ২০২২

এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।