ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের কত বড় ভক্ত জানিয়ে দেখা করুন তার সঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
সাকিবের কত বড় ভক্ত জানিয়ে দেখা করুন তার সঙ্গে

সারাদেশজুড়ে পালিত হচ্ছে ঈদ উল আযহা। ক্রিকেটাররা অবশ্য ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

সাকিব আল হাসান তিন ম্যাচের সিরিজটি খেলছেন না, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

সেখানে বসেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সঙ্গে ভক্তদের জন্য দারুণ এক সুযোগই করে দিয়েছেন সাকিব।  

ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদ উল আযহা সুন্দর ও নিরাপদ কাটছে!’

এরপর সাকিব লিখেছেন, ‘আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করবো, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিবো। ’

আগামী ১৭ জুলাই বিকেল পাঁচটার মধ্যে সাকিবের ঈদের শুভেচ্ছা জানানো পোস্টে কমেন্ট করতে হবে। শেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!’

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমএইচবি/এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।