ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ভেজা মাঠের কারণে টসে দেরি, খেলা নিয়ে অনিশ্চয়তা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ভেজা মাঠের কারণে টসে দেরি, খেলা নিয়ে অনিশ্চয়তা

টেস্টের পর টি-টোয়েন্টিতেও সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ।

কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে ওই সুযোগ বাংলাদেশ পাবে কি না সেটা নিয়ে বেশ অনিশ্চয়তাই দেখা দিয়েছে।  

গায়ানার প্রভিডেন্স পার্কে আজ (রোববার) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়নি টস।  

কখন হবে, এ নিয়েও নিশ্চয়তা মিলছে না। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানিয়েছেন, আউটফিল্ডের কিছু জায়গা শুকাতে হবে। সেটা শুকালেও ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।  

কারণ গায়ানার আকাশ মেঘে ঢাকা আছে। যেকোনো মুহূর্তেই আবার নেমে আসতে পারে বৃষ্টি। তেমনটি হলে খেলা হওয়ার সম্ভাবনা আরও কমবে।  

বাংলাদেশ সময় : ১৯২৭, জুলাই ১০, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।