ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

হেরেও শীর্ষে অস্ট্রেলিয়া, সবার শেষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
হেরেও শীর্ষে অস্ট্রেলিয়া, সবার শেষে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে ইনিংস ও ৩৯ রানের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে।

এরপর নতুন করে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ এর পয়েন্ট টেবিল প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  

শ্রীলঙ্কার বিপক্ষে হারটিই এবারের সার্কেলে অস্ট্রেলিয়ার প্রথম হার। এরপরও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। শ্রীলঙ্কাও ষষ্ঠ অবস্থান থেকে এগিয়ে আসতে পারেনি।  

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে ভারত ও পাকিস্তান রয়েছে। চার জয় নিয়ে শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ।

১৬ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে ইংল্যান্ড। ৯ ম্যাচে কেবল ১ জয়ে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তাদের পরের অবস্থানে আছে। আর এক জয় ও সমান ড্র নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে আছে বাংলাদেশ।  

বাংলাদেশ সময় : ২২৩৪, ‍জুলাই ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।