ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনিংস উদ্বোধনে শান্ত, জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
ইনিংস উদ্বোধনে শান্ত, জয়ের পথে বাংলাদেশ

লক্ষ্যটা অল্প। ১০৯ রান করতে পারলেই সিরিজটা হয়ে যাবে বাংলাদেশের।

এমন ম্যাচে ব্যাটিংয়ে একটা পরীক্ষাই চালালো টাইগাররা। । ইনিংস উদ্বোধনে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে এলেন নাজমুল হোসেন শান্ত।  

এতদিন এই জায়গায় দেখা যেত লিটন দাসকে। ইনিংস উদ্বোধনে এসে খারাপ শুরু করেননি শান্তও। তামিমের সঙ্গে ধীরস্থিরভাবে খেলেছেন, দলকে এগিয়ে নিচ্ছেন জয়ের পথে।  

পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত যোগ করেছেন ৪৫ রান। ৩৪ বলে ১৭ রান করে তামিম ও ৩৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন শান্ত।

কিন্তু পাওয়ার প্লের পর বেশিক্ষণ নিজের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারেননি শান্ত। গুদাকেশ মোতির বলে উড়িয়ে মারতে গিয়ে আকিল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৩৬ বলে করেন ২০ রান।  

বাংলাদেশ সময় : ২৩১০, জুলাই ১৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।