ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বোলারদের দাপট, ৩ উইকেট নেই উইন্ডিজের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
বাংলাদেশের বোলারদের দাপট, ৩ উইকেট নেই উইন্ডিজের

প্রথম দুই ওয়ানডের মতো শেষটিতেও দাপট দেখাচ্ছেন বাংলাদেশ দলের বোলাররা। পাওয়ার প্লের ওভারগুলোতে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা।

১৬ রান তুলতেই স্বাগতিকদের ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ-তাইজুল ইসলামরা।  

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষটিতে টস হেরে ব্যাট করতে নেমেছে ক্যারিবীয়রা। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২০ রান তুলে ৩ উইকেট হারিয়েছে তারা।  

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ২ বছর চার মাস পর ওয়ানডে একাদশে সুযোগ পান তিনি। ইনিংসের তৃতীয় ওভারে ৯ বল খেলে ৮ রান করা ব্রেন্ডন কিংকে বোল্ড করেন তিনি।  

দ্বিতীয় সাফল্যটাও আসে তাইজুলের হাত ধরেই। এবার ১৫ বলে ২ রান করা শাই হোপকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ১৫ রানে ২ ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকা ক্যারিবীয়দের বিপদ আরও বাড়ান মোস্তাফিজুর রহমান।  

দলের একমাত্র পেসার ৮ বলে ৪ রান করা শামারাহ ব্রুকসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। এরপর অবশ্য ক্যারিবীয় ইনিংসের হাল ধরেছেন অধিনায়ক নিকোলাস পুরান ও এই সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া কেসি কার্টি।  

বাংলাদেশ সময় : ২০২৪, জুলাই ১৬, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।