ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে যাওয়া হচ্ছে না ইয়াসিরের!

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
জিম্বাবুয়ে সফরে যাওয়া হচ্ছে না ইয়াসিরের!

চোটের কারণে সদ্য সমাপ্ত উইন্ডিজ সফর থেকে ছিটকে গিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। এবার একই কারণে জিম্বাবুয়ে সফরেও যাওয়া হচ্ছে না জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটারের।

 

আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক সূত্রে এমনটাই জানা গেছে।  

মুশফিকুর রহিম ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ ছিল ইয়াসির আলী রাব্বির সামনে। কিন্তু অনুশীলন ম্যাচে পিঠের নিচের অংশের ইনজুরিতে তার সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। এমআরআই স্ক্যান করানো হলে তার পিঠের নিচের অংশে চোটের বিষয়টি ধরা পড়ে।  ফলে কোনো ম্যাচ না খেলেই তার সফর শেষ হয়ে যায়।  

বিসিবির একজন চিকিৎসক জানিয়েছেন, ইয়াসিরের পুনর্বাসন প্রক্রিয়া শুরুর অপেক্ষায় আছেন তারা। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় যেতে পারছেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। ফলে জিম্বাবুয়ে সফরে দেখা যাবে না তাদের দুজনকেই। তবে আসন্ন এশিয়া কাপের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

আগামী ২৭ জুলাই টাইগারদের জিম্বাবুয়ে সফর শুরু হওয়ার কথা। এরপর ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।