ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সোহানকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন মাশরাফি-মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
সোহানকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন মাশরাফি-মুশফিক

টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। তার জায়গায় জিম্বাবুয়ে সফরের নেতৃত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান।

এই সফরে পুরো তরুণ দল পাঠাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানকে শুভেচ্ছা জানান তারা।

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সোহানকে অভিনন্দন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায়। তরুণ দলের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের সিরিজগুলোতে এই দল ভালো করবে। ’

এর আগে ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘প্রতিভা যখন পরিশ্রম করতে চায় না, তখন প্রতিভাবানের চেয়ে পরিশ্রমই ভালো। বাংলাদেশের টি–টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় তোমাকে অভিনন্দন কাজী নুরুল হাসান সোহান। তোমার সৌভাগ্য কামনা করছি। ’

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।