ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সোহান ছোটবেলা থেকেই সাহসী’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
‘সোহান ছোটবেলা থেকেই সাহসী’

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার দায়িত্ব পেয়েছেন শুধু তিন ম্যাচের সিরিজটির জন্যই।

তবুও তাকে নিয়ে আলোচনার কমতি নেই। কেন সোহানকে বেছে নেওয়া হলো এ নিয়ে চলছে আলোচনা।  

শুক্রবার দায়িত্ব দেওয়ার পর বিসিবি থেকে জানানো হয়েছিল, সোহানের মধ্যে নেতৃত্ব গুণ দেখেছেন তারা। আজ (শনিবার) ঘরোয়া লিগে তার কোচ সোহেল ইসলাম জানালেন, সোহান ছোটবেলা থেকেই সাহসী। তার আত্মবিশ্বাসও অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি।  

সোহেল মিরপুরে সাংবাদিকদের বলেছেন বলেছেন, ‘ও নিজে যে সিদ্ধান্ত নেয় ওটার প্রতি সে আত্মবিশ্বাসী থাকে। অধিনায়ক হিসেবে যেটা গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তগুলো সাহসের সাথে নেয়। যার কারণে কোনো পরিবর্তনের ক্ষেত্রে...বিশেষ করে যখন কোনো বোলারের হাতে বল তুলে দেয় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কী চায় বোলারের কাছে সেটা ব্যাখ্যা করে। যেটা বোলারদের জন্য কাজটা সহজ করে। ’ 

‘ও ছোটবেলা থেকে সাহসী, ওর মধ্যে জিনিসটা আছে। আমি মনে করি অধিনায়কত্বের জন্য এটা গুরুত্বপূর্ণ যে গাটস থাকা। এটা আছে এবং যেহেতু দীর্ঘ দিনের অভিজ্ঞতা অধিনায়কত্বের আমি বিশ্বাস করি ও সহজাত নেতৃত্বটাই দেবে। ’

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন সোহান। ওই দলের কোচ ছিলেন সোহেল। তাদের দল হয়েছে চ্যাম্পিয়ন। ব্যাট হাতেও দারুণ করেছিলেন সোহান। শেখ জামালের নেতৃত্বেও তিনি সফল হয়েছিলেন বলে জানানা সোহেল।

তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লাস্ট অধিনায়ক ইমরুল হলেও সোহান কিন্তু দীর্ঘদিন শেখ জামালে অধিনায়কত্ব করেছে। যতদিন খেলেছে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সে দারুণভাবে সামলে নিয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেলাটা ওর মধ্যে আছে। ’ 

বাংলাদেশ সময় : ১৯১২, জুলাই ২৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।