ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেই শিহাবের ঘূর্ণি জাদুতে বাংলাদেশের জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
সেই শিহাবের ঘূর্ণি জাদুতে বাংলাদেশের জয়

স্কুল ক্রিকেটে আলো ছড়িয়ে এসেছিলেন আলোচনায়। নিজের দলকে করেছিলেন চ্যাম্পিয়ন, হয়েছিল টুর্নামেন্টের সেরাও।

এরপর বয়সভিত্তিক দলে ডাক পান শাইখ ইমতিয়াজ শিহাব।  

সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই নিজেকে চিনিয়েছেন রংপুরের এই ক্রিকেটার। তার ঘূর্ণিতে ভারতের আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

সিরিজের প্রথম ম্যাচই দারুণ খেলেছে বাংলাদেশের তরুণরা। আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৭৭ রান তোলে আসাম। বল হাতে জাদুতে ৪ উইকেট নেন শিহাব। রান তাড়ায় প্রথম ইনিংসেই ১৭৭ রান তোলে বাংলাদেশ। ৮০ রানের লিড পায় সফরকারীরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারেনি আসাম। ৮০ রান করতেই অলআউট হয়ে যায় তারা। ৪ রানের লক্ষ্য পেয়ে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন শিহাব।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।