ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

নাসুমের ওই ওভারেই খেলা বদলে গেছে: মোসাদ্দেক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
নাসুমের ওই ওভারেই খেলা বদলে গেছে: মোসাদ্দেক

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার শেষ ম্যাচে হেরেছে ১০ রানের ব্যবধানে।

এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

শুরুতে অবশ্য তাদের অবস্থা বেশ খারাপ ছিল। ৬৭ রানেই তারা হারিয়েছিল ৬ উইকেট। ১৪ ওভার শেষে তাদের রান ছিল ৭৬। কিন্তু নাসুম আহমেদের করা ইনিংসের ১৫তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়।  

ওই ওভার থেকে রায়ার্ন বার্ল নেন ৩৪ রান। প্রথম ১৪ ওভারে ৭৬ রান করা জিম্বাবুয়ে শেষ ছয় ওভারে করে ৮০ রান। ম্যাচের মোড় নাসুমের ওই ওভারেই ঘুরে গেছে বলে বিশ্বাস তিন ম্যাচ সিরিজের শেষটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোসাদ্দেক বলেছেন, ‘প্রথম ১৪ ওভারে আমরাই দাপট দেখাচ্ছিলাম। কিন্তু ঐ ওভারটাই (নাসুমের ওভার) খেলাটা বদলে দিল। '

দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘ টি-টোয়েন্টিতে আপনি যদি শুরুতে উইকেট হারান; তাহলে রান তাড়া করাটা কঠিন কাজ। ’

ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করে মোসাদ্দেক বলেন, ‘সবাই জানে আমরা ওয়ানডেতে কত ভালো দল, আশা করছি আমরা ওখানে ভালোভাবে ঘুরে দাঁড়াবো। ’

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।