ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের পর বিজয়ের দুর্ভাগ্যজনক আউট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
তামিমের পর বিজয়ের দুর্ভাগ্যজনক আউট

তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। প্রথম পাওয়ার প্লে'তেই ৬২ রান করে ফেলেছিল টাইগাররা।

কিন্তু তিন ওভারের মধ্যে দুই ওপেনার বিদায়ে হঠাৎ করেই চাপে পড়ে গেলো সফরকারীরা।

হাফ সেঞ্চুরি করেই বিদায় নিয়েছেন তামিম। এরপর ১৩তম ওভারে জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে স্ট্রেট ড্রাইভ খেলেন নাজমুল হোসেন শান্ত। বল চিভাঙ্গার হাত ছুয়ে নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে দেয়। ওই প্রান্তের ব্যাটসম্যান এনামুল ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। রান আউট!

২৫ বলে ২০ রান করে ফিরলেন এনামুল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ১৫ ওভারে ২ উইকেটে ৮৭ রান করেছে। ওভারপ্রতি গড়ে ৫.৮ করে রান তুলেছে বাংলাদেশ। ১৬ বলে ১১ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। অন্য প্রান্তে ৫ বলে ৩ রান নিয়ে ব্যাট করছেন মুশফিক।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্টা ০৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।