ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

হাফসেঞ্চুরি হলো না আফিফের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
হাফসেঞ্চুরি হলো না আফিফের

ধীরস্থির ব্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন আফিফ হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। হাফসেঞ্চুরির পথে হাটছিলেন আফিফ।

তবে ৪৩.১ ওভারে সিকান্দার রাজার বলে ৪১ রান করে আউট হন আফিফ। তার পরেই সিকান্দার রাজার শিকার হয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজও। স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলেছিলেন মুশফিক। মিরাজ ব্যাটেই লাগাতে পারলেন না। সিকান্দার রাজার বলটি অবশ্য ছিল ফুললেংথে, ঠিক সুইপ করার লেংথে নয়। লেংথ পড়তে ভুল করে ফেলে এলবিডব্লু হলেন তিনি, ১২ বলে ১৫ রান করে।

৪১ বলে ৪১ রান করেই থামলেন আফিফ। সিকান্দার রাজার বলে রিভার্স সুইপের মতো করতে গিয়েছিলেন, তবে তুলতে পারেননি ঠিকঠাক। বল সরাসরি গেছে শর্ট থার্ডম্যানের হাতে। ১০০ স্ট্রাইক রেটের ইনিংসে আফিফ মেরেছেন ৪টি চার, সে চারগুলো এসেছিল টানা ২ ওভারের মধ্যে। মাহমুদউল্লাহর সঙ্গে আফিফের জুটিতে উঠেছে ৮২ বলে ৮১ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪৯ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৭০ বলে ৫৩ রানে অপরাজিত আছেন।

এরআগে অনসাইডে ছক্কা হাঁকানোর চেষ্টায় মুশফিকুর রহিম ধরা পড়ে গেছেন মিড উইকেট অঞ্চলে। মাধেভেরের ঝুলিয়া দেওয়া বলে স্লগ সুইপ করেছিলেন মুশফিক। ধরা পড়েছেন মিডউইকেটে থাকা মুনিয়োঙ্গার হাতে। ৩১ বলে ২৫ রান করেই ফিরলেন তিনি, আগের ম্যাচে ফিফটি পেলেও এবার থামলেন আগেভাগেই। মাধেভেরে নিয়েছেন ভালো ক্যাচ। ৫০ রানেই থেমেছে নাজমুলের সঙ্গে মুশফিকের জুটি।

এছাড়া ১৩তম ওভারে জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে স্ট্রেট ড্রাইভ খেলেন নাজমুল হোসেন শান্ত। বল চিভাঙ্গার হাত ছুয়ে নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে দেয়। ওই প্রান্তের ব্যাটসম্যান এনামুল ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। রান আউট! ২৫ বলে ২০ রান করে ফেরেন এনামুল।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।