ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘টেকনিক্যালি ভালো ছিলাম, ফর্ম খারাপ ছিল’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
‘টেকনিক্যালি ভালো ছিলাম, ফর্ম খারাপ ছিল’

বাংলাদেশের ক্রিকেট অনেকদিনই আশা দেখেছিল সাব্বির রহমানের ব্যাটে। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি, দল থেকেও বাদ পড়েছেন কয়েক বছর হলো।

সাব্বির আবারও দেশের প্রতিনিধি হয়ে খেলার কথা ওয়েস্ট ইন্ডিজে।

‘এ’ দলের হয়ে তিনটি একদিনের ম্যাচে ক্যারিবীয় ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামার কথা তার। ২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেছেন সাব্বির। তিনি বলেন, ওই সময় টেকনিক্যালি ঠিক থাকলেও পিছিয়ে ছিলেন মানসিকভাবে।

তিনি বলেছেন, ‘তিন বছর আগে বাদ পড়েছি। আলহামদুলিল্লাহ, টেকনিক্যালি ভালোই ছিলাম হয়তো ফর্মটা খারাপ ছিল। ফর্মটা কীভাবে ফেরানো যায়, মানসিকভাবে কীভাবে শক্ত হওয়া যায় সেটা চেষ্টা করেছি। গত প্রিমিয়ার লিগে সেটা প্রয়োগ করেছি, সবকিছু মিলিয়ে ভালো গেছে যেহেতু ওভাবেই খেলার চেষ্টা করবো। সবই ঠিক আছে আল্লাহর রহমতে। ’

জাতীয় দলে আবার ফেরা কতটা কঠিন? সাব্বির বলেছেন, ‘দেখেন সবকিছুই চ্যালেঞ্জিং। গত ৩ বছর জাতীয় দলের বাইরে, কোনো জায়গাতেই ছিলাম না। গত বছরটা ভালো গেছে, বিপিএলে ভালো করেছি দেখেই আমাকে বাংলাদেশ টাইগার্সে ডেকেছে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলে ওয়ানডে স্কোয়াডে আমি আছি আলহামদুলিল্লাহ। এটা একটা ভাগ্যের ব্যাপার। ’

‘চ্যালেঞ্জিং যেটা বললাম, সব জায়গায়ই চ্যালেঞ্জিং। আমার জন্য এটা চ্যালেঞ্জের যে এ জায়গায় ভালো খেলে আবার কামব্যাক করতে হবে। আমার জন্য দারুণ সুযোগ, খোলা দরজা। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।